প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত দায়িত্বশীল নাগরিক-সমৃদ্ধ দেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দিতে এবং মেধাবীদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগাতে চায় সরকার।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, প্রবাসীরা তাদের আয়ের বড় একটি অংশই খরচ করে ঘরবাড়ি নির্মাণে। তাদের বাণিজ্যিক খাতে বিনিয়োগে উৎসাহিত করতে হবে।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ইনসেনটিভ দেওয়ার আহ্বান জানান সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী।