‘অবর্ণনীয় কষ্টে আছেন গণতন্ত্রের মা’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। অবর্ণনীয় কষ্টে আছেন গণতন্ত্রের মা। বিনা চিকিৎসায় তাকে পরিত্যক্ত কারাগারের স্যাঁতসেঁতে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ১ ঘণ্টার কর্মসূচি ঘোষণার সময় তিনি একথা বলেন।

সোমবার (৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, ‘সরকার শুধু ক্ষমতার জন্য সত্তরোর্ধ্ব একজন মহীয়সী নারীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে ফেলে রেখে মানসিক ও শারীরিক শাস্তি দিচ্ছে। তার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ৬ মার্চ সকাল ১১-১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি মানববন্ধন করবে।’

তিনি বলেন, “কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এসে খালেদা জিয়া বলেছেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি খুবই অসুস্থ। চিকিৎসকরা দরকারি চিকিৎসা দিচ্ছেন না। স্বাস্থ্য পরীক্ষার জন্য রক্ত নেওয়া হয়নি। থেরাপি ঠিকমতো দেওয়া হচ্ছে না। আমি সত্যিই অসুস্থ।”

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা প্রতিদিন নানাভাবে অনুরোধ করছি খালেদা জিয়াকে তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তাকে জামিনে মুক্তি দিন। প্রতি মুহূর্তে তাকে নিয়ে শঙ্কায় থাকি।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘তার জামিনে আর বাধা দেবেন না। ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয়। আপনাদের ক্ষমতার দম্ভ চিরদিন থাকবে না।’