রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে মাদকবিরোধী ও ট্রাফিক সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বনানীর আগুনের প্রসঙ্গে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, একটি নিয়মিত মামলা হয়েছে, এটা আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
অগ্নিকাণ্ডের দুদিন পর এই তথ্য জানালেও এর বাদী কে হয়েছেন এবং কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি নগর পুলিশের এই কর্মকর্তা।
এদিকে পুরান ঢাকায় যানজট এড়াতে একমুখী যানচলাচল ব্যবস্থা চালু করছে ট্রাফিক বিভাগ। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেছেন, এক সপ্তাহ ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ীরা একমুখী সড়কের যান চলাচলের ব্যবস্থা ফলো করবে। যদি কোথাও কোনও সড়কে সংযোজন-বিয়োজন করতে হয়, তাহলে তারা করবে।
এর আগে, চকবাজার শাহী মসজিদের সামনে মাদকবিরোধী ক্যাম্পেইনে কথা বলেন ডিএমপি কমিশনার। এসময় স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম সেখানে উপস্থিত ছিলেন।