ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। না থাকলে বসবাস করা সম্ভব হতো না।
সোমবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় প্রতি বর্গকিলোমিটারে ৫৯ হাজার মানুষ বাস করে।
অন্যদিকে গুলশান-বনানীর মতো অন্যান্য অভিজাত এলাকায় প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ২৪ হাজার মানুষ।
সুইডেনের উদাহরণ টেনে তিনি বলেন, সুইডেনে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ১০ জন মানুষ বাস করে।
‘আলহামদুলিল্লাহ’। এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। না থাকলে বসবাস করা সম্ভব হতো না।
ঢাকার প্রতিটি নাগরিকের জন্য মেয়রের সমান নজর উল্লেখ করে তিনি বলেন, যিনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন তারও একটি ভোট আবার একজন দিনমজুর বা বস্তিবাসী তারও একটি ভোট আমি পেয়েছি। তাই ঢাকার প্রতিটি নাগরিক আমার কাছে সমান। সবার প্রতি আমার সমান নজর রয়েছে।
মেয়র বলেন, আমি মেয়র হওয়ার পরে অনেকে বলেছেন কুড়িল বস্তি তুলে দিতে। আবার অনেকে বলেছেন ঢাকা শহরের সব কুকুর ইনজেকশন দিয়ে মেরে ফেলুন। এগুলো কোনো সমাধান নয়।
বরং আসুন সবাই মিলে চিন্তা করি বস্তিবাসীদের কীভাবে ভালোভাবে থাকার ব্যবস্থা করা যায়।