এফআর টাওয়ার থেকে সরানো হচ্ছে মালামাল

আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার চারদিন পর রাজধানীর বনানীর এফআর টাওয়ারে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল নিয়ে যেতে অনুমতি দিয়েছে পুলিশ। ফলে ভবনটিতে থাকা প্রতিষ্ঠানগুলো মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

সোমবার বেলা এগারোটার পর ভবনটির বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা মালামাল সরিয়ে নেওযার কাজ শুরু করেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুলিশের উপস্থিতিতে তাদের মালামাল সরিয়ে নিয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানান, ভবন ম্যানেজম্যান্টের সহায়তায় মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা মালামাল আনতে ভেতরে যাচ্ছেন তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর রাখা হচ্ছে।

গত বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে আরো অর্ধশতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ভয়াবহ ওই আগুনের ঘটনায় পুলিশের করা মামলায় ভবনটির জমির মালিক ও ওপরের কিছু অংশের মালিক গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন।