গোয়ালে ও সীমান্ত হাটে গিয়ে গরু চেক করবে না বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

asadujaman khan kamal
ফাইল ছবি

এখন থেকে কারও গোয়াল ও সীমান্ত হাটে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গরু চেক করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিন গুরু ব্যবসায়ী নিহতের ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিজিবির সদর দফতর-পিলখানায় মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমস্যা চিহ্নিত করতে সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিজিবি সীমান্তে শুধু তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘সীমান্ত এলাকার মানুষ অসচ্ছল, তাই তাদের জন্য সীমান্তে ‘বিট খাতাল’ চালু করা হয়েছিল। মাঝখানে কিছুদিন তা বন্ধ করা হয়। এখনও কিছু ‘বিট খাতাল’ চালু আছে, যেগুলো আপনারা চাইলে বন্ধ করা হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন, সীমান্তবর্তী জেলার ডিসি, সংসদ সদস্য, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, পুলিশের আইজি, র‌্যাবের ডিজি ও বিজিবি প্রধানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।