টেবিলের ১ নম্বরে কলকাতা, টুইটে শাহরুখ-কার্তিকদের যা বললেন মমতা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হয়েছিল। তবে ম্যাচে ছিটেফোঁটাও পাওয়া গেল না। ব্যাট বল ফিল্ডিং-সব ক্ষেত্রেই হোম টিমকে টেক্কা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রাজস্থান রয়্যালসকে স্রেফ উড়িয়ে দিলেন নাইটরা।

সোয়াই মান সিং স্টেডিয়ামে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে শাহরুখ খানের দল। হাতে ছিল গোটা ৩৭টি বল। দুর্দান্ত জয়ে লিগ টেবলের শীর্ষস্থানে উঠে এলো কেকেআর।

এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে চারটিতে জিতে টেবলের চূড়ায় কলকাতা। নেট রান রেট (+১.০৫৮)-এও এখন বাকিদের চেয়ে ঢের এগিয়ে কার্তিকরা।

দুই ওপেনার ক্রিস লিন ও সুনিল নারাইনের ব্যাটিং তাণ্ডবে রাজস্থানকে কুপোকাত করেছে কলকাতা। লিনের হাফসেঞ্চুরির পাশাপাশি এদিন ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলেন নারাইন। তবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে হ্যারি গার্নির হাতে৷ ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। সবচেয়ে বড় কথা- প্রতিপক্ষের রান বেঁধে রাখতে নেতৃত্ব দেন হ্যারি।

নাইটদের জয়ে আপ্লুত ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের চরম ব্যস্ততার মাঝেও কলকাতার ম্যাচে নজর রাখছেন তিনি। রাজস্থানকে হারানোর পর টুইট করে দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান মমতা।

টুইটবার্তায় তিনি লেখেন- ফের অভিনন্দন। জয়ের ধারা অব্যাহত রাখ। সঙ্গে হাসি ধরে রাখ।