যশোরের শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ অফিসার মুরাদ

যশোর জেলায় শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন এসআই মুরাদ হোসেন। চলতি বছরের মার্চ মাসে পুলিশের দক্ষতা নিয়ে পর্যালোচনামুলকভাবে শ্রেষ্ঠ অফিসার হন মুরাদ হোসেন।

মঙ্গলবার যশোর পুলিশ লাইন কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার তুলে দেওয়া হয়। যশোরের পুলিশ সুপার মঈনুল হক শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, আনছার আলী, এস এম নাইমুর রহমান, যশোর ডিবি পুলিশের ওসি মারুফ হোসেন প্রমুখ।