‘বিএনপি’র আন্দোলনের ডাক এখন হাস্যরসে পরিণত’

hasan mahamud
ফাইল ছবি

বিএনপি’র আন্দোলন এখন হাস্যরসে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২২তম বার্ষিক কনভেনশনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বিএনপি গত দশ বছর ধরেই আন্দোলনের কথা বলছে। কখনো বলে শীতের পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন, বার্ষিক পরীক্ষকার পর আন্দোলন কিংবা ঈদের পর আন্দোলন করার কথা বলেছে আসছে। এ ধরণের বহু আন্দোলনের কথা শুনেছি। তাদের আন্দোলনের ডাক এখন মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে।

বিএনপি’র উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কেউ রাজনৈতিক কারণে বন্দি হলে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করার বিষয় থাকে। কিন্তু খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তাকে আদালতের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।
ফেনীর নুসরাত হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, এ ঘটনাটি সুষ্ট ভাবে তদন্তের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আইনী প্রক্রিয়া অনুসরণ করে এ হত্যাকাণ্ডের বিচার হবে।

লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর মনজুর আলম মনজু, রূপম কিশোর বড়ুয়া, ১ম সহ-ডিস্ট্রিক্ট গভর্নর কামরুন মালেক প্রমুখ।