নুসরত হত্যাকারীদের বিচারের দাবিতে বেনাপোলে মানববন্ধন

ফেনির সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরত জাহান রাফিকে হত্যা ও যৌন হয়রানির বিচারের দাবিতে বেনাপোল মানববন্ধন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল বন্দর প্রেসক্লাবের আয়োজনে স্থল বন্দর বেনাপোল এর সামনে এ মানববন্ধন কর্মসুচী অনিুষ্ঠিত হয়। এসময় বন্দর প্রেসক্লাবের সাথে একাত্মতা ঘোষনা করে নুসরাত জাহান রাফির বিচারের দাবিতে স্থানীয় জনগনও মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ নুসরতের গায়ে আগুন ঢেলে কেরোসিন দিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।

মানববন্ধন শেষে বন্দর প্রেসক্লাব বেনাপোলে নুসরাতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও তার হত্যাকারী আসামিদের শাস্তি দেওয়ার জন্য আলোচনা করা হয়। নুসরাত হত্যাকারীদের বিচার দ্রুত কার্যকর না হলে নেতৃবৃন্দ প্রতিবাদ চালিয়ে যাওয়ারও অঙ্গিকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সহ সভাপতি আবুল বাশার,সাধারন সম্পাদক আজিুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।