যশোর শহরের লোনঅফিস পাড়ার সোহানা হত্যা মামলায় আটক দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, লোন অফিসপাড়ার সালাউদ্দীনের স্ত্রী ভিকটিমের সৎ মা পারভীন ও শেখ সিরাজ উদ্দীনের স্ত্রী সুফিয়া বেগম।
সালাউদ্দীনের প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তাদের সন্তান সোহানা তার পিতার কাছে থাকত। সালাউদ্দীন পরে পারভীনকে বিয়ে করে। বিয়ের পর সোহানা তাদের সংসারে বোঝা হয়ে দাড়ায়। সোহানা তার নানা বাড়ি মাগুরায় চলে যায়। সালাউদ্দিন ও তার লোকজন মাগুরা থেকে সোহানকে ধরে আনতে যেয়ে মারপিট করে হত্যা চেষ্টা করে। এ ব্যাপারে একটি মামলাও হয় যা মাগুরা আদালতে বিচারধীন আছে।
২০১৮ সালের ২৯ আগস্ট সোহানা আত্মহত্যা করেছে বলে তার পিতা সালাউদ্দীন কোতয়ালি থানায় একটি অভিযোগ দেয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে সোহানার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সোহানার গায়ে একাধিক আঘাতের চিহ্ন থাকলেও ময়নাতদন্ত রির্পোটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়। পরে সোহানাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তার মা শাহিনা আক্তার বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। এ মামলা পরবর্তীতে থানায় মিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু হয়।
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পারভীন ও সুফিয়া বেগমকে আটক করে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।