চৌগাছায় যৌন হয়রানি রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ন বিষয়ক অবহিতকরণ সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে যৌন হয়রানি রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয় এ অবহিতকরন সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মহাব্যবস্থাপক এ. এইচ. এম আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সহকারী পরিচালক মনিরুজ্জামান স্বপন, উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন পাতিবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য বিশারত হোসেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে আগামী এক বছরের মধ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে যৌন হয়রানি মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন মডেল এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।