রিয়ালকে না বলে দিলেন এমবাপ্পে

খুব করে তাকে চাইছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজি তারকা এমবাপ্পে না করে দিলেন মাদ্রিদের ক্লাবটিকে। পিএসজিতেই বেশ ভালো আছেন তিনি।

রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানে নামার আগেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পড়ে পিএসজি। দ্বিতীয়স্থানে থাকা লিলে প্রতিপক্ষ তুলুজের সঙ্গে ড্র করায় শিরোপা নিশ্চিত হয় টমাস টুখেলের শিষ্যদের। তবে মাঠে নেমে এমবাপ্পের হ্যাটট্রিকে মোনাকোকে ৩-১ গোলে হারিয়ে উদযাপনের মাত্রাটা আরও বাড়িয়ে নেয় পিএসজি।

এই ম্যাচের পরও রিয়াল সম্পর্কে এমবাপ্পের ধারণা কী জানতে চাইলে ফরাসি এই তারকা জানান, একজন সমর্থক হিসেবেই তিনি তার স্বদেশী জিদানকে দেখেন।

এমবাপ্পে বলেন, ‘আমি এখানে আছি, এখানে আমি একটা প্রজেক্ট নিয়ে আছি। রিয়াল মাদ্রিদের জন্য ভালো যে তারা জিজুকে (জিদান) পেয়েছে। তবে আমি শুধুমাত্র একজন দর্শক হিসেবেই তাদের খেলা দেখি।’

এদিকে তিন গোল করা এমবাপ্পে ১৯৮৯-৯০ সালে জেন-পিয়েরে পাপিনের পর প্রথম ফুটবলার হিসেবে লিগ ওয়ানে ৩০ গোল করার অনন্য কীর্তি গড়লেন। আর এমন মাইলফলক গড়তে পেরে দারুণ খুশি এমবাপ্পে।