নারীর প্রতি সহিংসতা বন্ধে যশোরে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা ও সদর উপজেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ধর্ষণ ঘটনাকে রাজনৈতিক রুপ দেয়া যাবে না। তাহলে বিচারহীনতার কারণে এ ধরণের ঘটনা আরো বৃদ্ধি পাবে।

তারা বলেন, ধর্ষণের সাথে যারা জড়িত এটা তাদের মানসিক সমস্যা। যে কারণে হুজুর, পুরোহিত, শিক্ষক অনেককে এ অপকর্ম করতে দেখা যাচ্ছে। এটা রোধ করতে হলে নির্যাতিতকে অপরাধের বিষয়ে যেমন মুখ খুলতে হবে তেমনি বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্ত তৈরি করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা কমিটির সভাপতি অসিম কুন্ডু, সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, যুগ্ম সম্পাদক তপন কুমার ঘোষ, ট্রেড ইউনিয়ন নেতা মাহবুবুর রহমান মজনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড. মাহমুদ হাসান বুলু, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরর সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।