যশোরের জেলা প্রশাসক ও হোমিও প্যাথিক কলেজের অধ্যক্ষসহ ১১ জনের নামে মামলা

যশোরের জেলা প্রশাসক ও হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ১১ জনের নামে মামলা হয়েছে। বুধবার সকালে হোমিও প্যাথিক মেডিকেল কলেজের পাঁচ সহকারী অধ্যাপক মহিদুর রহমানসহ প্রভাষক সদর সিনিয়র সহকারী জজ আদালতে এই মমলা করেন। যার নং ৯৫/১৯ তারিখ ২৪ এপ্রিল ১৯ইং।

হোমিও প্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষে ও কলেজ পরিচালনা পর্ষদের অনিয়ম-দুর্নীতি, অবৈধভাবে প্রভাষক নিয়োগ, কলেজের দোকান লিজের নামে বিক্রি এবং একাধিকবার অভিযোগের পর তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেওয়াসহ ৯টি পয়েন্টের উপরে অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে।

এতে আসামি করা হয়েছে পর্যায়ক্রমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, রেজিষ্ট্রার বাংলাদেশ হোমিও বোর্ড ঢাকা, প্রতিষ্ঠানের সভাপতি যশোরের জেলা প্রশাসক, তদন্ত বোর্ড সদস্য ডা. আনিসুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আতিয়ার রহমান, এ্যাড. এমএ গফুর, দাতা সদস্য মাহমুদুর রহমান বাহার, কলেজের কম্পিউটার অপারেটর আল আমিন, ডা. এসএম আব্দুল্লাহ, ডা. আব্দুল বারি এবং সাতক্ষীরা কলারোয়া উপজেলার নির্বাহী অফিসারকে আসামি করা হয়েছে।