দেশ তার সব অর্জন হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল

mirza fokrul
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ তাঁর সব অর্জনকে হারিয়ে ফেলেছে। গণতন্ত্র অর্জন করেছিলাম। সেই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একেবারেই বিলীন করে দেওয়া হয়েছে। মূল্যবোধগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে।’

আজ রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিক উপলক্ষে তাঁকে নিয়ে দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার।

এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। আন্দোলনের মাধ্যমে দলীয় প্রধানকে মুক্ত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি। দেশে রাজনৈতিক অচলাবস্থা চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এ সংকট বিএনপির নয়, পুরো জাতির।’

মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে এই নির্বাচন বাতিল করেন। নতুন নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ তাদের যে ন্যায্য দাবি তা আদায় করে নেবে।’

এদিকে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নির্বাচনের দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘এ নির্বাচন একটি বিতর্কিত নির্বাচন। ঈদের পরে আবার নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন। পুনরায় নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।’ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান তিনি।