ইরান কখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না: রুহানি

ইরান কখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার এ মন্তব্য করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে রুহানি এমন মন্তব্য করলেন।

আইআরএনএ’র তাদের প্রতিবেদনে জানায়, হাসান রুহানি বলেছেন, ‘ইরানের এই অঞ্চলে উত্তেজনা বাড়ানোর কোন ইচ্ছা নেই এবং ইরান কোন যুক্তরাষ্ট্র সহ দেশের সঙ্গেই কখনো যুদ্ধ চায় না।’

গত সপ্তাহে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান। এরপর থেকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধাভাব শুরু হয়।

মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। কিন্তু হামলা চালানোর প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, হামলা চালাতে ১৫০ লোক মারা যেত তাই তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে সামরিক হামলার সিধান্ত থেকে সরে আসলে ইরানে সাইবার হামলা চালায় বলে মার্কিন প্রশাসন থেকে বলা হয়।

এছাড়া ট্রাম্প ইতিমধ্যে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।