ইংল্যান্ডের ৪৪ বছরের অপেক্ষার অবসান

১৯৯২ সালে শেষবার ফাইনাল খেলছিল ইংল্যান্ড। সেবার ইমরান খানের পাকিস্তানের কাছে হেরে তাদের স্বপ্ন ভেঙেছিল। ২৭ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে উঠে তারা, এবার পারবে কি ইংল্যান্ড। এমন প্রশ্ন ছিল সবার। শেষ পর্যন্ত পেরেছে তারা। তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ঘরের মাঠে। সুপার ওভারে জিতে শিরোপার উল্লাস করে তারা।

বিশ্বকাপে এর আগে ১৯৭৯ ও ১৯৮৭ সালেও ফাইনালে উঠে খালি হাতে ফিরতে হয়েছিল ইংলিশদের। এবার আর তারা গালি হাতে ফেরেনি তারা।

লর্ডসে সুপার ওভারে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ রান। জবাবে নিউজিল্যান্ড করেছে ১৫ রান। আবার ম্যাচটি টাই হয়। কিন্তু বাউন্ডারি ব্যবধানে ইংল্যান্ড জিতে যায় ম্যাচটি।

অবিশ্বাস্য নাটকীয়তার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। বেশি বাউন্ডারি মেরে প্রথমবার শিরোপার উল্লাস করে তারা।

অবশ্য ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করেছিল ২৪১ রান। জবাবে ইংল্যান্ডও ২৪১ রান করলে ম্যাচটি টাই হয়। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর ম্যাচটি জেতে ইংল্যান্ড।