যশোরের বেনাপোল সীমান্ত ঘেঁষা ইছামতি নদী থেকে ইশারত নামে (২৯) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ইশারত বেনাপোল ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দৌলতপুর সীমান্তে অবস্থিত ইছামতি নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এসময় উদ্ধারকৃত মৃতদেহের পরণে লুঙ্গি ছিল।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, লাশটি ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে না এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বেনাপোল পোর্ট থানা অফিসার (ইনচার্জ) শেখ আবু সালেহ মাসুদ করিম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সূত্রে আমরা মৃতদেহ ভেসে উঠার ঘটনা জানতে পারি। এসআই নাসির উদ্দিনের নের্তৃত্বে ফোর্স পাঠিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ইশারত গত ২৬ জুলাই থেকে নিখোঁজ ছিলেন এবং অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ২৮ জুলাই বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।