জাপানে তীব্র দাবদাহে মারা গেছে ১১ জন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও ৫ হাজার ৬৬৫ জন।
এর মধ্যে একটি পার্কের মাসকট সেজে শিশুদের বিনোদন দেয়া এক কর্মীও রয়েছেন। রোববার হীরাকাটা পার্কে ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা গেছেন। খবর কিয়োদো ও জাপান টাইমসের।
তিনি ১৬ কেজি ওজনের কস্টিউম পরিধান করে প্রায় ২০ মিনিট ধরে নাচ-গান করছিলেন। এত ভারী ওজনের পোশাক পরে মাসকট সেজে থাকায় তীব্র গরমে তার মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে জাপানজুড়েই তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই ব্যক্তির মৃত্যুর পর পার্কগুলোতে এই গ্রীষ্মের মধ্যে সব ধরনের মাসকট ইভেন্ট বাতিল করা হয়েছে।
তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫০ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বা তার বেশি।
আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।