বায়ার্নকে হারিয়ে শিরোপা জিতল ডর্টমুন্ড

জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারকে ফাঁকি দিয়ে জালে বল জড়ানো রীতিমত চ্যালেঞ্জিং। কিন্তু দু’দুবার বায়ার্ন মিউনিখের জালে বল জড়িয়ে জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তুলল বরুশিয়া ডর্টমুন্ড।

শনিবার পুরো ম্যাচ জুড়ে বায়ার্নের রাজত্ব থাকলেও শেষ হাসিটা ডর্টমুন্ডই হেসেছে। প্রথমার্ধে বায়ার্ন একের পর এক আক্রমণ করে কোণঠাসা করে ফেলে ডর্টমুন্ডকে। পুরো ম্যাচে বায়ার্ন গোলরক্ষক ন্যয়ার নিষ্প্রভ থাকলেও ত্রাতা হয়ে ডর্টমুন্ড গোলকিপার হিটজ বারবার বাঁচিয়েছেন দলকে।

শুরুতেই বায়ার্ন কিপার ন্যয়ারের ভুলের কারণে এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড। ম্যাচের ১৫ মিনিটে বিপক্ষ দলের ফরোয়ার্ড প্যাকো আলকেসারকে ট্যাকল করতে প্রায় মধ্য মাঠে চলে আসেন তিনি। আলকেসার লম্বা শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮তম মিনিটে আলকেসার ডি-বক্সের বাইরে থেকে ন্যয়ারকে পরাস্থ করেন। ৬৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন জাডন সেঙ্কো। কিংসলে কোমান, থমাস মুলার, রবার্ট লেভানডফস্কি সম্মিলিতভাবে বারবার আক্রমণ করলেও ভগ্য তাদের সহায় হয়নি।