ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় চাকরি নড়েবড়ে হয়ে যায় চন্দিকা হাথুরুসিংহের। শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী বলেছিলেন হাথুরু স্বেচ্ছায় চকরি না ছাড়লে তার পদে আরেকজনকে নিয়োগ দেয়া হবে।
তবে সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করেছে স্বাগতিক শ্রীলংকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটিকে হোয়াইটওয়াশ করে শ্রীলংকা। যে কারণে লংকান কোচ হাথুরুসিংহকে আগামী নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত রেখে দেয়ার পক্ষে ক্রিকেট বোর্ড।
শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) অনুরোধের প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বলেন, আমি এসএলসিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি একটি পরিকল্পনা দিতে যে, তারা কিভাবে হাথুরুসিংহের বিকল্প পাওয়ার আশা করছে এবং এবং সেটি কার দ্বারা হবে।
বিশ্বকাপে হাথুরুসিংহের তত্ত্বাবধানে ছয় নম্বরে থেকে মিশন শেষ করে শ্রীলংকা। হতাশাজনক এই পারফর্মেন্সের পর নতুন কোচের সন্ধানে নেমেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এরই পরিপ্রেক্ষিতে হাথুরুসিংহেকে সরে দাঁড়াতে বলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছিলেন, যদি হাথুরুসিংহে সরে না দাঁড়ায় তাহলে আমরা হয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করব কিংবা তাকে বোর্ডের আরেকটি চাকরিতে অফার করব।
২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলংকার প্রধান কোচের দায়িত্ব পান চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে শ্রীলংকার সেরা সাফল্য ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ জয়। গত ফেব্রুয়ারিতে প্রথম এশিয়ান দেশ হিসেবে দ. আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতে শ্রীলংকা।