হজ নিয়ে রাজনীতি করছে সৌদি আরব। সৌদি আরবের এ ধরনের তৎপরতা ইসলামি পবিত্র স্থানগুলোর জন্য এক ধরণের অবমাননা। ইয়েমেনের ওলামা কাউন্সিল এক বিবৃতিতে এসব মন্তব্য করে।
লেবাননের আল-আহাদ নিউজ পোর্টাল জানিয়েছে, ওলামা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরবের আশেপাশে আমেরিকা ও ব্রিটেনের অনেক সামরিক ঘাঁটি গড়ে উঠেছে। বিজাতীয়দের এসব ঘাঁটি পবিত্র ভূমি মক্কা ও মদিনার জন্য বড় ধরনের হুমকি। কিন্তু সৌদি আরব এসব বিষয়ে কোনো কথাই বলছে না।
ওলামা কাউন্সিলের বিবৃতিতে আরো বলা হয়েছে, সৌদি আরব হজ নিয়ে মারাত্মক রাজনীতি করছে। কারণ তাদের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক কেমন তার ওপর নির্ভর করে হজের অনুমতি দেওয়া হচ্ছে এবং হাজিদের সঙ্গে আচরণ করা হচ্ছে।
সৌদি আরব হজ নিয়ে রাজনীতি করছে এমন অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের আলেমরা আন্তর্জাতিক কমিটি গঠনের মাধ্যমে হজ পরিচালনার দাবি জানিয়ে আসছে। তবে সৌদি সরকার বলেছে, তারা এ ধরণের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না। তথ্যসূত্র: পার্স টুডে।