যশোরে পুলিশের সোর্সকে ছুরিকাঘাত

যশোরে পুলিশের সোর্স বাটুল (২৬) কে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়েছে। আহত বাটুল শহরতলী খড়কী কলাবাগান এলাকার আব্দুল কাদেরের ছেলে।

আহত বাটুলের মা শেফালি বেগম জানিয়েছেন, তার ছেলে পেশায় রিকসা চালক। সম্প্রতি সে কোতয়ালী মডেল থানায় এক অফিসারের সোর্স হিসাবে কাজ করছে। এলাকার বহু সন্ত্রাসী ও মাদক কারবারিকে বাটুল পুলিশে ধরিয়ে দিয়েছেন। এ জন্যে স্থানীয় আল-আমিন গংয়ের সাথে বিরোধ চলে আসছিলো। শুক্রবার রাত আট টায় বাটুল খড়কী রেলক্রসিং এর সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় আল-আমিনের নেতৃত্বে অজ্ঞাত সাত-আট জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কোতয়ালি মডেল থানার এসআই কামাল হোসেন জানিয়েছেন, বাটুল নামে ওই যুবকের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। হামলার সঠিক কারন জানা যায়নি।