ভারতের জন্য ফের বন্ধ হচ্ছে পাকিস্তানের আকাশপথ

ভারতের জন্য আকাশপথ ফের বন্ধ করার পরিকল্পনা করছে পাকিস্তান। সেইসঙ্গে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যপথ বন্ধ করে দেওয়া নিয়েও আলোচনা চলছে।

ইতোমধ্যে এসব বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। এখন আইনি দিক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসলামাবাদ।

মঙ্গলবার টুইটারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী। খবর এনডিটিভির।

তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের স্থলবাণিজ্য বন্ধ করার বিষয়টিও তিনি ভেবে দেখছেন। এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনাও হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি দিকগুলো নিয়ে কথাবার্তা চলছে।’

গত ৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ তুলে নেওয়ার প্রসঙ্গ টেনে ফাওয়াদ লেখেন, ‘শুরুটা করেছেন মোদি… শেষ করবো আমরা।’

এর আগে ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার ঘটনায় ভারতের জন্য নিজ দেশের আকাশপথ বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। তখন প্রায় চার মাস পাকিস্তানের আকাশসীমা হয়ে ভারতের বিমান চলাচল বন্ধ থাকে। ২৬ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়ার পর গত ১৬ জুলাই ফের আকাশপথ খুলে দেয় পাকিস্তান। এখন কাশ্মীর ইস্যুতে ফের একই পথে হাঁটতে যাচ্ছে ইসলামাবাদ।

এবার ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলার পরই ফের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।