৫ সেপ্টেম্বর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্ট খেলতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে নতুন এক রেকর্ডের অপেক্ষায় আছেন আফগান অধিনায়ক রশিদ খান।
এই ম্যাচে টস করার সঙ্গে সঙ্গেই আফগান অধিনায়ক রশিদ খান গড়ে ফেলবেন অনন্য এক রেকর্ড। এ দিন রশিদ মাঠে নামবেন ২০ বছর ৩৫০ দিন নিয়ে। যা টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড।
এই ম্যাচ দিয়ে ভেঙে যাবে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার টাটেন্ডা টাইবুর রেকর্ড। ২০০৪ সালে হারাতে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে ২০ বছর ৩৫৮ দিন বয়সে নেতৃত্ব দিতে নেমেছিলেন টাইবু। এত দিন এটিই ছিল সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার রেকর্ড। এবার সে রেকর্ড নিজের করে নিতে যাচ্ছেন রশিদ।