বসনিয়ান তারকা দামির জুমহুরকে হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রেখেছেন রজার ফেদেরার। প্রথম সেট ৩-৬ গেমে হারলেও আর্থার অ্যাশ স্টেডিয়ামে পরের তিনটি সেট ৬-২, ৬-৩, ৬-৪ গেমে জিতে নেন সুইস তারকা।
ব্রিটেনের ড্যান ইভান্স ও ফরাসি তারকা লুকাস পুয়েই-র মধ্যে বিজয়ীর বিপক্ষে ফ্ল্যাশিং মিডোসের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ফেদেরার।