প্রস্তুতি ম্যাচে আল-আমিনের চার উইকেট

আফগানিস্তানের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বল হাতে আলো ছড়ালেন বিসিবি একাদশের অফস্পিনার আল-আমিন। ৩৬ রান দিয়ে চার উইকেট শিকার করেছেন তিনি। রবিবার সকালে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন ওপেনার ইহসানুল্লাহ। ৫২ রান করেছেন অপর ওপেনার ইব্রাহীম জাদরান। মোহাম্মদ নবী করেছেন ৩৩ রান। বিসিবি একাদশের হয়ে আল-আমিন চারটি ও সুমন খান ২টি করে উইকেট শিকার করেছেন।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি একাদশ ও আফগানিস্তান দলের মধ্যে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪২/৬* (৮৮.১ ওভার)

(ইহসানুল্লাহ ৬২, ইব্রাহীম জাদরান ৫২, জাভেদ আহমদী ৩, রহমত শাহ ৭, হাশমতউল্লাহ শহীদি ২৬, আসগার আফগান ১৬, মোহাম্মদ নবী ৩৩, ইকরাম আলী খিল ১, আফসার জাজাই ২০* রশীদ খান ৬*; মেহেদী হাসান রানা ০/৩২, মানিক খান ০/২৮, সালাউদ্দিন শাকিল ০/১৯, সুমন খান ২/২১, জুবায়ের হোসেন ০/৬৮, আসাদুল্লাহ গালিব ০/১৮, আল-আমিন ৪/৫১)।