জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার দুপুর বারোটায় ফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও আগামী ২২শে অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের ঐক্যফ্রন্টের সমাবেশ নিতে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে ঐক্যফ্রন্টের সকল সিনিয়র নেতাদের উপস্থিত থাকবেন।