পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সোমবার মিরপুরে জড়ো হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দফা দাবি পেশ করেন সাকিব-তামিমরা। এসময় জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার উপস্থিত থাকলেও ওয়ানডে ফরম্যাটের টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে দেখা যায়নি। তবে, এই আন্দোলনে তার সম্মতি আছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।
১১ দফ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা ক্রিকেটীয় কোনো কার্যক্রমে অংশ নিবেন না বলে ঘোষণা দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ধর্মঘটের ডাক দেয়ায় অনিশ্চয়তায় পড়ে গেল বাংলাদেশ দলের ভারত সফর। আগামী মাসে ভারত সফরে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। সিরিজটি শুরু হবে ৩ নভেম্বর।
ভারত সফরের মাধ্যমেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে বাংলাদেশ। তাছাড়া এখন চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। এই আসরে ইতোমধ্যে দুইটি রাউন্ড হয়েছে। এনসিএলের প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছেন। এনসিএলের পরবর্তী রাউন্ড শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর।