পাকিস্তান সফরে যেতে নারাজ কোচিং স্টাফরা

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের। যদিও নিরাপত্তা ইস্যুতে এই সফর না হওয়ার আশঙ্কাই বেশি। সফরটি পাকিস্তানের পরিবর্তে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও যদি সফরটি পাকিস্তানেই হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কোচিং স্টাফদের অধিকাংশই সেখানে যেতে রাজি নন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান যেতে রাজি নন টাইগারদের কোচিং স্টাফের ৫ দক্ষিণ আফ্রিকান সদস্য। এর মধ্যে রয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক ও নতুন যুক্ত হওয়া ফিজিও জুলিয়ান কালেফাতো।

সেখানে যেতে অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছেন শুক্রবার ঢাকায় পা রাখা স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিও। সফরে যাবেন না বলে আগেই বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন দলের ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও।

একমাত্র কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন ছাড়া আর কেউই পাকিস্তানে যেতে রাজি নন। পাকিস্তান সফরে ২ টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তান সফরে গেছে নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৬ দল। তবে ওই সফরেও দলের সঙ্গে যাননি নারী দলের হেড কোচ আঞ্জু জেইন এবং তার দুই স্বদেশি কোচিং স্টাফ। ফলে কোচের দায়িত্ব পালন করছেন স্থানীয় কোচ দিপু রায় চৌধুরী।

এমতাবস্থায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর ঝুলে আছে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামতের ওপর।