জেনেটিকা’র সফল ডিলার ও কর্মকর্তাদের ভুটান ভ্রমণ

বালাইনাশক বাজারজাতকরণ প্রতিষ্ঠান জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সারাদেশের ৪৭জন সফল ডিলার ও ৮জন কর্মকর্তা ভুটান ভ্রমণের সুযোগ পেয়েছেন। তারা ২৫-২৮ অক্টোবর পর্যন্ত ভুটান ভ্রমণ করবেন। তাদের বিদেশ ভ্রমণ উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার উত্তরায় হোটেল হলিডে এক্সপ্রেসে কুশল বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইরাদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিং মিজানুর রহমান শামীম, ম্যানেজার ডেভোলপমেন্ট সাজ্জাত হোসেন মিঠু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইরাদ আলী বলেন, জেনেটিকা ইন্ডাষ্ট্রিজ লিমিটেড দেশের দ্বিতীয় শ্রেণীর একটি বালাইনাশক বাজারজাতকরণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৯ সাল থেকে বাংলাদেশের কৃষকদের ক্ষেতের বালাইনাশক চাহিদা মিটিয়ে আসছে। আগামীতে প্রতিষ্ঠানের বাজারজাত সকল পণ্য দেশের কৃষকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য ডিলাদেরকে আহ্বান জানান।