সাকিবকে নিয়ে তামিমের আবেগঘন স্ট্যাটাস

ক্রিকেট মাঠে একে অপরের ভালো সতীর্থ সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ বন্ধু তারা। স্বাভাবিকভাবেই একের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা অন্যের হৃদয় ছুঁয়ে যায়। স্বাভাবিকভাবেই সাকিবের আকস্মিক নিষেধাজ্ঞায় ব্যথিত তামিম।

ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করায় সাকিবকে দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এ সময়ে ফের কোনো অপরাধ করলে শাস্তি বাড়বে।

সাকিবের শাস্তির খবর মঙ্গলবারই পান তামিম। খুব কাছের বন্ধু বলে তৎক্ষণাৎ কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন তিনি। অবশেষে বুধবার আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ড্যাশিং ওপেনার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ১২ মাস তোমাকে আমাদের দলে পাব না। এটা ভাবাও কঠিন। তবে আশা করি, তুমি শক্তভাবে ফিরবে। আগামী বছর এ দিনে আমাদের সঙ্গে ট্রেনিংয়ে থাকবে। আমরা আবার একসঙ্গে খেলব।