তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দিল্লিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ।
হার্দিক পান্ডিয়ার চোটে স্কোয়াডে সুযোগ পাওয়া শিবম দুবে জায়গা পেয়েছেন একাদশেও। কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন টি-টোয়েন্টি ক্যাপ। ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারের এটি আন্তর্জাতিক অভিষেক।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ।
নাঈমের অভিষেক
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথমবার খেলতে নামছেন এই টপ অর্ডার। গত মাসে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার তিনি।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
টসে হাসি বাংলাদেশের
মুদ্রা নিক্ষেপ করলেন রোহিত শর্মা, মাহমুদউল্লাহ ডাকলেন ‘হেড’। জিতলেন বাংলাদেশ অধিনায়ক, বেছে নিলেন বোলিং।
মাহমুদউল্লাহ জানালেন, ভারতকে যত কমে সম্ভব আটকে রান তাড়া করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
রোহিত জানালেন, রাতে শিশির পড়বে বলে টস জিতলে আগে বোলিং নিতেন তারাও। তবে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ জিততে চান ভারত অধিনায়ক।
ব্যাটিং সহায়ক উইকেট
উইকেট দেখে আগের দিন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ যেটি বলেছিলেন, সেটির প্রতিফলন পড়ল টিভির পিচ রিপোর্টে ধারাভাষ্যকারদের কণ্ঠে। মুরালি কার্তিক জানালেন, এই মাঠের প্রথাগত উইকেটের মতো নয় এই ম্যাচের উইকেট। বরং বেশ শক্ত।
আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করলেন সুনীল গাভাস্কার, “এর চেয়ে ভালো উইকেট এখানে অনেক দিন ধরে দেখিনি। বল ব্যাটে আসবে সুন্দরভাবে। একটু আর্দ্রতা আছে বলে শুরুতে একটু মুভমেন্ট থাকতে পারে। তবে স্পিনারদের জন্য সহায়তা ততটা থাকবে না। ব্যাটসম্যানরা এখানে দারুণ উপভোগ করবে।”
গাভাস্কারের মতে, রাতের শিশিরের জন্য টস জয়ী দল হয়তো পরে ব্যাট করতে চাইবে।
হাজারতম টি-টোয়েন্টি
২০০৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের লড়াই দিয়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি পথচলা। দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে সেই সংস্করণ আজ স্পর্শ করছে চার অঙ্কের মাইলফলক। ভারত ও বাংলাদেশের লড়াই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজারতম ম্যাচ।
ভারতও নয় পূর্ণ শক্তির
অধিনায়ক বিরাট কোহলিকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে ভারত। তার জায়গায় নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। মাঠের ক্রিকেটে অনেকে অবশ্য রোহিতকেই অধিনায়ক হিসেবে এগিয়ে রাখেন। চোটের কারণে ভারত পাচ্ছে না মূল স্ট্রাইক বোলার জাসপ্রিত বুমরাহ ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তারপরও সিরিজে পরিষ্কার ফেবারিট তারাই।
নিজেদের ছাড়িয়ে যাওয়ার লড়াই
ভারতে গিয়ে ভারতের সঙ্গে লড়াই এখন ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। বাংলাদেশ সেই চ্যালেঞ্জে নামছে ভীষণ কঠিন এক সময়ে। সফরের ঠিক আগে নিষিদ্ধ হয়েছেন দেশের সেরা পারফমার সাকিব আল হাসান। বড় ভরসা তামিম ইকবাল পারিবারিক কারণে সফর থেকে ছুটি নিয়েছেন আগেই। চোটের কারণে নেই মোহাম্মদ সাইফ উদ্দিন।
ভাঙাচোরা দলের সঙ্গে যোগ হয়েছে ভাঙা মন। আচমকা সাকিবকে হারানোর ধাক্কা দল কতটা সামলে উঠতে পেরেছে, বড় প্রশ্ন সেটিই।
ম্যাচের আগে অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য বলেছেন, সাকিবের অনুপস্থিতিই তাদের জন্য প্রেরণার। তবে বাস্তবতা হলো, ম্যাচে লড়াই জমাতে হলেও নিজেদের সামর্থ্যের সীমানা ছাড়িয়ে যেতে হবে বাংলাদেশকে।