বাংলাদেশ খুব ভালো দল, হালকাভাবে নেয়ার সুযোগ নেই: রাহানে

ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছেন, বাংলাদেশ খুব ভালো দল। তারা দল হিসেবে খেলে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা তাদের সমীহ করছি।

মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে ভারতের এ টপঅর্ডার ব্যাটসম্যান বলেন, আমরা প্রতিপক্ষ দল নিয়ে চিন্তা করছি না। নিজেদের শক্তির ওপর জোর দিচ্ছি।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে জয় পায় ভারত। প্রথম টেস্টে ভিষাখাপত্তনমেতে ২০৩ রানে জয় পাওয়া ভারত দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে ১৩৭ রানের জয় পায়। সিরিজের শেষ টেস্টে রনচিতে ইনিংস ব্যবধানে ২০২ রানের জয়ে ৩-০তে ট্রফি নিশ্চিত করে ভারত।

টেস্ট র‌্যাংকিংয়ে একটা সময়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ভারত সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়ে ফেরে। সেই সিরিজ নিয়ে রাহানে বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ এখন অতীত, এখন আমাদের সামনে ইন্দোর টেস্ট। প্রতিটি সিরিজে নতুন চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশও নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতের ইন্দোরে দুই ম্যাচের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ২২ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুরু হবে দিবা-রাত্রির প্রথম টেস্ট। সেই টেস্টে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।