যশোরে এক কেজি গাজাসহ সেলিম হোসেন (৩৩) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ধর্মতলা বাজার থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বেনাপোল থেকে বাজারের ব্যাগে খবরের কাগজে মোড়ানো ১ কেজি গাঁজা বিক্রির উদ্দেশ্যে যশোরের ধর্মতলায় বাজারে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই হাসানকে সাথে নিয়ে ধর্মতলা বাজারে অভিযান চালিয়ে সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।