প্রস্তুত হয়নি খালেদার মেডিকেল রিপোর্ট

khalada zia
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার রিপোর্ট এখনো প্রস্তুত হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পর্যালোচনা সভা করেন। তবে মেডিকেল রিপোর্ট প্রস্তুুত হয়নি। কাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে রিপোর্ট প্রস্তুত না হলে এর্টনি জেনারেলের মাধ্যমে সময়ের আবেদন করা হবে।

২৭শে অক্টোবরে করা খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটি দাখিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। একসাথেই দুটো রিপোর্ট দাখিল করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার জামিন এর বিষয়ে আদেশ দেয়ার আগে এ রিপোর্ট চাওয়া হয়।

আগামীকাল এ রিপোর্ট জমা দেয়ার জন্য সময় বেধে দেয়া হয়। এদিনই জামিন বিষয়ে আদেশ দেয়ার কথা।

২৮শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।