মিয়ানমারে আটক ১৭ বাংলাদেশি জেলে

ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়া মাছ ধরার বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে দেশটির নৌবাহিনী। আটকদের ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে বাংলাদেশি জেলেরা মিয়ানমারের সীমানায় ঢুকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম। তিনি বলেন, ‘গতরাতে ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়া ১৭ বাংলাদেশি নাগরিকসহ ফিসিং বোট আটক করেছে মিয়ানমার নৌবাহিনী। এরই মধ্যে মিয়ানমারের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।