নাগরিকত্ব বিল পাস হওয়ার পর কী বললেন মোদি

তীব্র বিরোধিতার মুখে লোকসভায় পাস হলো নাগরিকত্ব সংশোধন বিল। ম্যারাথন সাত ঘণ্টা বিতর্ক ও তুমুল হট্টগোলের মধ্যে সোমবার দিবাগত মধ্যরাতে বিতর্কিত এই আইন সংশোধন বিল ৩১১-৮০ ভোটের ব্যবধানে পাস হয়। বিল পাস হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন।

টুইটে মোদি সব সাংসদদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ভারতীয়দের মানুষকে আপন করে নেওয়ার যে শতবর্ষ পুরনো প্রথা, সেটাই আরও একবার সামনে এল।’

টুইটে তিনি যেসব দল ও সাংসদ এই বিলে সমর্থন জানিয়েছেন- তাদের এবং বিশেষ অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সূত্র : কলকাতা ২৪x৭।