যশোরে যৌতুক মামলায় স্বামীর দেড় বছরের জেল

jessore map

যশোরে যৌতুক মামলায় স্বামীর দেড় বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিয়ামত আলী সাতক্ষীরা জেলার বাসদাহ কাজীপাড়া প্রামের মৃত করিম সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের স্ত্রী শার্শা উপজেলার বাঁগ আচড়া গ্রামের কিতাব আলীর মেয়ে বেগম খাতুন যৌতুরে অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি দুই লাখ টাকার দেনমোহরে নিয়ামতের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েকদিনের মাথায় নিয়ামত ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেয়ায় নিয়ামত স্ত্রী বেগমের উপর নির্যাতন শুরু করে। এরমাঝে নিয়ামত বাদীর ভায়ের কাছথেকে বিভিন্ন জিনিসপত্র ও নগদ টাকা নেয়। তারপরেও যৌতুকের দুই লাখ টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায় ২০১৮ সালের ১৫ জুন বাদীকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে মিমাংশায় ব্যর্থ হয়ে বাদী আদালতে মামলা করেন।