কালো নয়, ফখরুলদের অন্তর্জ্বালা দিবস: হানিফ

ফাইল ছবি

৩০ ডিসেম্বর নির্বাচনের বর্ষপূর্তির দিনকে ‘কালো দিবস’ বলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এই দিবসকে মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের অন্তর্জ্বালা দিবস হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল সাহেব বলেছেন আজকে কালো দিবস। কী কারণে কালো দিবস? কেন কালো দিবস? মির্জা ফখরুল সাহেব আপনি নির্বাচনের দিন ঠাকুরগাঁও য়ে বললেন নির্বাচন অবাধ সুষ্ঠু হচ্ছে। আপনার নেতারা বললেন, অবাধ সুষ্ঠু হচ্ছে। রাতে যখন ফলাফল এলো আপনারা যখন দেখলেন আপনাদের চরম লজ্জাজনক পরাজয়। তখন আপনারা বললেন ভোট কারচুপি হয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সারাদিন ভোট নিয়ে কোনো সমস্যা ছিল না, ভোট নিয়ে কোনো অভিযোগ ছিল না, ফলাফল ঘোষণার পর আপনাদের অভিযোগ উত্থাপিত হলো। নির্বাচনে হারলেই কারচুপি? আর জয়লাভ করলে অবাধ সুষ্ঠু ভোট। এই হচ্ছে আপনাদের রাজনীতির মূল রূপ।’

হানিফ বলেন, ‘আজকে কালো দিবস নয়, মির্জা ফখরুল সাহেব আজকে আপনাদের মনের জ্বালা দিবস। মনের জ্বালায় আপনারা আজকে নানান আবোল তাবোল বকছেন। আপনাদের অন্তর জ্বালা দিবস।’

‘মির্জা ফখরুল সাহেব আপনাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি জামায়াত অশুভ শক্তি আপনারা জনগণকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। এই দেশের মানুষের আস্থা ভরসা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি। এই জায়গা বিতর্কিত করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, এস এম কামাল হোসেন প্রমুখ।