নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত যশোরের শিক্ষার্থীরা

নতুন বছর। নতুন ক্লাস। আর তার সাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত যশোরের শিক্ষার্থীরা।

আজ বছরের প্রথম দিন বই উৎসবে জেলায় ৫৮ লাখ ৬৩ হাজার ৮৯৮ পিস বই বিতরণ করা হয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ যশোর জিলা স্কুলে এ বই উৎসবের সূচনা করেন। এরপর তিনি সরকারি বালিকা বিদ্যালয়সহ আরো কয়েকটি স্কুলের বই উৎসবে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেকসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বছর প্রাথমিক বিদ্যালয়ে ১৪ লাখ ৫৫ হাজার ৭৫টি এবং মাধ্যমিক পর্যায়ে ৪৪ লাখ ৮ হাজার ৮২৩টি বই বিতরণ করা হয়েছে। নতুন এ বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ জানান, বছরের প্রথম দিনে বই দিতে সারাবছর নিবিড়ভাবে কাজ করতে হয়। সারাবছরের কষ্ট আজ সার্থক হয়েছে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মধ্য দিয়ে। এ বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং সারাবছর লেখাপড়া মনযোগী হবে।