যশোরের শার্শায় ফেনসিডিলসহ নারী আটক

jessore map

যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় খাদিজা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে অগ্রভুলোট ২১ বিজিবির অভিযানে ২৭৬ বোতল ও রুদ্রপুর ২১ বিজিবি সদস্যরা ১৫০ বোতল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এবং শার্শা থানা পুলিশ ৪৮ বোতল ফেনসিডিলসহ খাদিজা বেগম (৩০) নামে এক মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে রুদ্রপুর বিজিবি ক্যাম্প ১৫০ বোতল ও অগ্রভুলোট ক্যাম্প ২৭৬ বোতল পরিত্যাক্ত ফেনসিডিল জব্দ করে।

অন্যদিকে শার্শা থানা সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের বাগআঁচড়ায় অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ খাদিজা বেগম (৩০) নামে এক মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করে।

আটককৃত খাদিজা বেগম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার ঘোহরডাঙ্গা গ্রামের আসাদের স্ত্রী।

শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে বাগঁআচড়া বাজার থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটকৃত আসামীকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে বলে জানান তিনি।