যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত

jessore map

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে এ ঘটনা ঘটে। তাঁদের বয়স অনুমানিক ৩৫ বছর, ৪০ বছর এবং ৪৫ বছর। তবে পুলিশ তাঁদের নাম ও পরিচয় জানতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে আসেন। এ সময় তাঁরা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালাতে শুরু করেন। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। এতে এলাকাবাসী সমবেত হয়ে চোরদের ধাওয়া দেন। এলাকার মসজিদের মাইক থেকে গরু চুরির বিষয়ে জানানো হয়। প্রায় দেড় কিলোমিটার তাড়িয়ে এনে তাঁরা প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে তাঁদের ধরে ফেলেন। এ সময় তাঁরা তিন চোরকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল ইসলাম বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।