যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে চার গরু ব্যবসায়ী

অজ্ঞান পার্টির কবলে পড়ে যশোরে চার গরু ব্যবসায়ী তাদের সর্বস্ব খুইয়েছেন বলে জানা গেছে। এরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে ইউনুছ মোল্যা (৫০), একই উপজেলার কচুয়া গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে টিক্কা (৪৫), নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ হানেফ (৪৫)।

রবিবার দিবাগত রাতে তারা ট্রেনের ভেতর আক্রান্ত হন। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীদের পরিবার, হাসপাতাল ও জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১টার দিকে এই চার গরু ব্যবসায়ী কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন থেকে রকেট ট্রেনে করে যশোরে আসছিলেন। তখন অপরিচিত কেউ তাদের খাবারে চেতনানাশক খাওয়ায়। তারা জ্ঞান হারালে তাদের কাছে যা ছিল সব হাতিয়ে নেয়।

যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে খবর পান ট্রেনের মধ্যে অচেতন অবস্থায় চারজন অচেতন হয়ে পড়ে রয়েছেন। এরপর তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহম্মেদ বলেন, আক্রান্ত ইউনুছ ও শহিদুলের জ্ঞান ফিরেছে। আশা করা যায়, অপর দু’জনের জ্ঞান ও অল্প সময়ের মধ্যে ফিরে আসবে।