শিক্ষার মূল ভিত্তি হল প্রাথমিক শিক্ষা : রনজিত কুমার রায়

যশোর-৪ আসনের সাংসদ রনজিত কুমার রায় বলেছেন, শিক্ষার মূল ভিত্তি হল প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের মায়ের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি মায়েদেরও উদ্যামী হতে হবে।

মঙ্গলবার বাঘারপাড়া উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছি। সেই উন্নত বাংলাদেশের সুফল ভোগ করবে শিক্ষার্থীরা। আগামী দিনে তারাই জাতি ও দেশ গঠনে নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে।

মাষ্টার ওহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আফছার উদ্দীন মোল্যা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস.এম. নুরে-এ-এলাহী, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুভাষ সমাদ্দার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অঞ্জন কুমার, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মফিজুর রহমান, যুবলীগ নেতা রুবেল রানা।

উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আলী হায়দার টফি, মহিলালীগ নেত্রী জাকিয়া সুলতানা, জিয়াউর রহমান জয়, লিন্টু রায়, ছাত্রলীগের জিএম হোসেন প্রমুখ।