ডিজিটাল ডায়াগনস্টিকে ১৫ হাজার টাকা জরিমানা

নামেই ডিজিটাল। বাইরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। নেই প্রয়োজনীয় চিকিৎসক, নার্সসহ আসবাবপত্র। তারপরও যশোর জেলরোডস্থ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে চলছিলো রোগীদের সাথে প্রতারণা। ক্লিনিকের সামনে ‘বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এখানে রোগীদের সব ধরনের অপারেশন করা হয়’ এমন সাইন বোর্ড টাঙানো রয়েছে। রোববার দুপুর দুই টার দিকে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ অভিযান চালিয়ে প্যাথলজি বিভাগের ডাক্তার না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালতের পেশকার জালাল উদ্দীন জানান, ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে ডিজিটাল ডায়গনেস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে অভিযান চালায়। এ সময় প্যাথলজি বিভাগে কোনো ডাক্তার না থাকায় ২০০৯ সালের ৫২ ধারায় ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এছাড়া হাসপাতালের ম্যানেজার আব্দুর রহমানের কাছ থেকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্যাথলজি ডাক্তার নিয়োগের মুচলিকা নেন।

অভিযানে যশোর সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ আহমেদ, আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন ও আইন শৃংখলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।