হার দিয়ে পাকিস্তান সফর শুরু টাইগারদের

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু হয়েছে সফরকারী বাংলাদেশের। বাংলাদেশের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ফলে সিরিজে ১-০ শূন্যতে এগিয়ে গেল স্বাগতিকরা।

এর আগে শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৪১ রানের স্বল্পপুঁজি সংগ্রহ করেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ শেষ ওভার পর্যন্ত পৌঁছালো ম্যাচ। কিন্তু আক্ষেপ হয়ে রইল ওই ব্যাটিংটাই। অন্যদিকে শেষ পর্যন্ত অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাটে ভর করে জয় ছিনিয়ে নিল পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন শফিউল। ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর, আল-আমিন ও আমিনুল।

এর আগে ব্যাট করে পাকিস্তানকে ১৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি, শাদাব খান আর হারিস রউফ।