মধুসূদন বাংলা নাটককে সমৃদ্ধশালী করেছে : ড. আহসান হাবীব

যশোর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবীব বলেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্য জগতের আধুনিক রূপকার। তিনি বংলা নাটককে সমৃদ্ধশালী করেছে। মাইকেলের বিভিন্ন নাটকে মানবতাবাদির চেতনার প্রকাশ পেয়েছে।

কেশবপুরে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার ৫ম দিন রোববার সন্ধ্যায় “বাংলা সাহিত্যে মধুসূদনের নাটক” শীর্ষক মধুমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসার আব্দুল মান্নান ও যশোরের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু।

আলোচনায় অংশ নেন তীর্যক যশোরে সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, কেশবপুরের আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান। আলোচনা সভার পূর্বে ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।