যশোরে ডিবি পুলিশের হাতে ফেনসিডিল ও গাঁজাসহ দু’জন গ্রেফতার

যশোর শহরতলী পালবাড়ী মোড়স্থ বিআরটিসি বাস কাউন্টারের মধ্যে ফেনসিডিল ও গাঁজাসহ বাজার কমিটির সেক্রেটারী ও বিআরটিসি কাউন্টারের প্রতিনিধি আশরাফুল ইসলাম পান্না ও কলারম্যান ইবাদতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার দুপুরে ডিবি’র অফিসার ইনচার্জ মারুফ আহমেদ এর নেতৃত্বে এসআই সোলায়মান আক্কাসসহ ডিবি’র একটি টিম ফেনসিডিল ও গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, রোববার দুপুরে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে শহরতলী পালবাড়ী মোড়স্থ বিআরটিসি কাউন্টারের মধ্যে ফেনসিডিল ও গাঁজা রেখে বিআরটিসি বাস কাউন্টারের প্রতিনিধি ও কলার ম্যান অবস্থান করছে। তারা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবরে সেখানে অভিযান চালান। অভিযানে সদর উপজেলার খয়েরতলা এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম পান্না ও সহযোগী কলারম্যান হৈবতপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে ইবাদতকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে ৫৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।